মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়।
অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ বলেন, মধ্যরাত ১২টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ বিদেশিকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করে।
আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২৮ জন নারী রয়েছে। এ ছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ছয়জন ভিয়েতনামি পুরুষ এবং সাতজন নারী রয়েছে।
তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur