চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করেছে।
১২ জুলাই সোমবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়া উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় (দস্যুতা) সন্দিগ্ধ আসামী রুবেল (২৯), এএসআই মোঃ নুরুন নবী ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিষুরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর (হত্যা মামলা নং-০৬,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) এর আসামী মাসুম প্রকাশ রঞ্জন প্রকাশ রমজান আলী।
এএসআই মোঃ সুমন হোসেন উপজেলার হর্নি দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ জলিল (২২), এসআই মোঃ নাছির উদ্দিন, এএসআই জুমায়েত হোসেন ও এএসআই মোঃ সুমন হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার প্রত্যাশি এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন মিজি (৩৪), মোঃ রাশেদুজ্জামান (২৭), মোঃ আহছান পাটোয়ারী (২৬), মোঃ সুমন (৩৫), এবং এসআই আনোয়ার হোসেন উপজেলার কড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় (চুরি) সন্দিগ্ধ আসামী কামাল হোসেন সর্দার (৩৬)কে আটক করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, থানা পুলিশর বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur