Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে পুলিশের অভিযানে আটক ১১
matlob

মতলবে পুলিশের অভিযানে আটক ১১

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত রেখেছেন। মানুষকে ঘরমুখী রাখতে এবং বিনা প্রয়োজনে যাতে বাসা বাড়ি থেকে বের হতে না পারে সে কার্যক্রম সফলভাবে করার পরও মাদকসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।

গত ৩ দিনে ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নেতৃত্বে ৬,৭ ও ৮ জুলাই উপজেলার প্রত্যন্ত এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়।

গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তিনদিনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলো-ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসমাী সুমন পাটোয়ারী (৪৪) গ্রাম আশ্বিনপুর,উজ্জল তালুকদার (৪২) গ্রাম শাহপুর,মো.ইউসুফ (৩৮) গ্রাম হরিয়ন,ফজলুল হক (৪০) গ্রাম কালিকাপুর, মোহাম্মদ হোসেন (৪৫) গ্রাম পয়ালী, বরুন বন্দ্র দাস(৪৮),নজরুল ইসলাম ওরপে জনি(৩৭), মো.ওসমান মিয়া (৩৩) গ্রাম বাড়ৈ গাঁও,হারুনুর রশিদ(২৭) গ্রাম কালিকাপুর,সুমন (২২), গ্রাম পশ্চিম বাইশপুর সকল আসামীদের বাড়ী মতলব দক্ষিণ উপজেলায়।

এছাড়া ২৫০ গ্রাম গাঁজাসহ মোখলেছুর রহমান প্রধান জাহাঙ্গীর (২৫) গ্রাম দক্ষিণ নাগদাকে আটক করেছে।অভিযানে ছিলেন থানার এসআই হাবিবুর রহমান,এসআই দেলোয়ার হোসেন,এসআই আউয়াল,এসআই সগিরসহ অন্যান্যরা।অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

মাহফুজ মল্লিক,৯ জুলাই ২০২১
এজি