শাহরাস্তিতে নিজমেহার মডেল পাইলটে আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেয়ার অপরাধে (কেন্দ্রের হল সুপার) দেবকরা মারগুবা ড.শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমুল হককে আটক করা হয়েছে।

হলে দায়িত্ব থাকা ৩ শিক্ষককে প্রত্যাহার করেছে, সোমবার ২১ এপ্রিল ২০২৫) এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন এমসিকিউর উত্তর শিক্ষার্থীদের বলে দেয়ার সময় বিষয়টি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নজরে আসে।

তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা সত্যতা নিশ্চিত করে। পরে হল সুপারের দায়িত্বে নিয়োজিত আজমুল হক তার দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দুপুর ১২ টায় শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান,অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন,তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

কেদ্র সচিব মো.আযাদ হোসেন জানান,হলে দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামি পরিক্ষাগুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুর টাইমস
২১ এপ্রিল ২০২৫
এজি

Share