দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর লঞ্চঘাটে আটকা পড়া যাত্রীদের জন্য ইফতারের আয়োজন করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তার ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার (৩০ মে) বিকেলে দক্ষিণাঞ্চলের এসব যাত্রীকে ইফতার দেয়া হয়।
আলহাজ ওচমান গনি পাটওয়ারীর পক্ষে ভুক্তভোগী যাত্রীদের হাতে ইফতার তুলে দেন চাঁদপুর প্রেসক্লাব সভাপাতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জি এম শাহীন।
প্রতিজন যাত্রীকে ইফতার হিসেবে দেয়া হয় খিচুরি, মুরগি, খেজুর, চনাবুট, মুড়ি, পেঁয়াজু ও পানির বোতল। ইফতার পেয়ে এসব যাত্রী আলহাজ ওচমান গনি পাটওয়ারীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার জন্য দোয়া করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সোমবার রাত থেকে চাঁদপুর লঞ্চঘাটে এসব যাত্রী আটকে ছিল। চাঁদপুর লঞ্চঘাট, লঞ্চঘাট সংলগ্ন যাত্রী ছাউনী এবং পশ্চিম শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এসব যাত্রী দু’দিন ধরে আটকে ছিল।
মঙ্গলবার রাতেই তারা গন্তব্যেও উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ এএম, ৩১ মে ২০১৭, বুধবার
ডিএইচ