Home / চাঁদপুর / আটকা পড়া দু’শতাধিক লঞ্চযাত্রীকে সেহরি খাওয়ালো চাঁদপুর পৌরসভা
আটকা পড়া দু’শতাধিক লঞ্চযাত্রীকে সেহরি খাওয়ালো চাঁদপুর পৌরসভা

আটকা পড়া দু’শতাধিক লঞ্চযাত্রীকে সেহরি খাওয়ালো চাঁদপুর পৌরসভা

চাঁদপুর লঞ্চঘাটে বরিশালগামী আটকে পড়া যাত্রীদেরকে মঙ্গলবার (৩০ মে) ভোররাতে সেহরি খাওয়ালেন পৌর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।

চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশনায় তিনি অন্তত দু’শতাধিক যাত্রীকে সেহরি খাওয়ান। পরে এদেররকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই (উপ-সচিব) এর ফেসবুক পোস্টের আহবানে সাড়া দিয়ে পৌরসভার পক্ষ থেকে এসব যাত্রীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি সেহরির ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাস, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ ও রুবেল খান।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘মোরা’ এর কারণে আবহাওয়া পুর্বাভাস থেকে চাঁদপুরসহ উপকূল অঞ্চলকে ১০ নং মহাবিপদ সংকেত দেয়া হয়েছে।

এতে চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেসে করে আসা বরিশালগামী যাত্রীসাধারণ আটকা পড়ে।

পরে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ যাত্রীদের দুর্ভোগের নিয়ে ফেসবুক পোস্ট দেন।

পোস্টে তিনি যাত্রীদের সেহরির ব্যবস্থা করার জন্য সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply