Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে আটককৃত চাল জেলেদের মাঝে বিতরণ
হাইমচর

হাইমচরে আটককৃত চাল জেলেদের মাঝে বিতরণ

হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের জেলেদের চাল বিক্রি হয়েছে এমন অভিযোগের সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর ঘটনাস্থল পৌছে সত্যতা জানার জন্য চাল আটক করেন। আটককৃত চাল জেলেদের হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে জেলেদের মাঝে বিতরন করেন।

১২ মার্চ শুক্রবার বিকালে নীলকমল ইউনিয়নের ডিআরআর বাজারে নদী পাড়ে জেলে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিগ্যান চাকমা, ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরদার, হাইমচর এসআই আলী আজম, উপজেলা মৎস্য অফিসার ক্ষেত্র সহকারী মোঃ হাফেজ আহমদ।

এসময় উপজেলার নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল এসে দেখি জেলেদের চাল।
পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে চাল জেলেদের মাঝে বিতরণ করি।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার জানান পরিষদ থেকে জেলেদের চাল বিতরন করি। জেলেরা ট্রলার ভাড়া করে একত্রিত করে মাল নিয়ে আসে। ইউনো মহোদয়ের উপস্থিতিতে জেলেদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরো জানান, সামন্যে নির্বাচন তাই আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যে রটাচ্ছে। জেলেদের মাঝে চাল বিতরণ কার্ডে চাল ইস্যুর তারিখ ১০ মার্চ ও ৯ মার্চ উল্লেখ আছে।

হাইমচর প্রতিনিধি,১২ মার্চ ২০২১