আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস। “মান আস্থা সৃষ্টি করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশে মতো দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মান দিবস পালন করা হচ্ছে।
দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাতকার অনুষ্ঠান সম্প্রচার এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান এবং কথিকা সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড লাগানো হয়েছে।
দিবস উপলক্ষে ২০ অক্টোবর বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই এর মহ াপরিচালক ইকরামুল হক।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ এএম, ১৩ অক্টোবর ২০১৬, শুক্রবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur