উপজেলা সংবাদ

আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

‎Thursday, ‎28 ‎May, ‎2015   04:07:29

চাঁদপুর টাইমস, স্টাফ করেসপন্ডেন্ট:

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রার্থীদের মর্যাদার লড়াই লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ম্যাজিস্ট্রেট’সহ ৩ স্তরের কড়া প্রশাসনিক নিরাপত্তা রয়েছে। নির্বাচনে ১ হাজার ৬শ’ ১জন ভোটার আজ ৩ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলতানা। নির্বাচনে ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাজীগঞ্জ থানার পুলিশ ছাড়াও রিজার্ভ ফোর্সের পুলিশ, ডিবি ও ডিএসবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

হাজীগঞ্জ বাজার এখন নির্বাচনের জ্বরে কাপছে। পুরো বাজারেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। পোস্টার আর বিল বোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। মর্যাদার লড়াইয়ে কে জিতবে বলা মুশকিল হলেও ব্যবসায়ীরা তাদের কিছুক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে পারে এমন প্রতিনিধিই নির্বাচন করবেন বলে জানান।

কয়েকজন ব্যবসায়ী জানান, মর্যাদার লড়াইয়ে অতীতে হাজীগঞ্জ বাজারকে যারা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে পেরেছে, ব্যবসায়ীরা সে প্রতিনিধিকেই বাছাই করে নেবেন। সচেতন ব্যবসায়ীরা কখনো রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের চোখ রাঙ্গানোকে ভয় পায়না বা তাদের কথা মতো ভোট দেয়না। যোগ্য নেতৃত্বের গুণাবলী যার মধ্যে রয়েছে তাকেই তারা নির্বাচিত করবেন বলে মতামত ব্যক্ত করেন।

প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা বাজারে গণসংযোগে নেমে পড়েন। পুরো বাজারের আনাছে কানাছে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে।

নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির বর্তমান সাধারন সম্পাদক আহসান হাবীব অরুন এ বছর সভাপতি পদে লড়ছেন তার প্রতীক (সাইকেল) ও বর্তমান সভাপতি আশফাকুল আলম চৌধুরীর প্রতীক (গোলাপ ফুল)। সহ-সভাপতি পদে জামাল উদ্দিন তালুকদার কিরন (দোয়াত কলম), নজরুল ইসলাম তোতা মিয়া (মোমবাতি) ও দেলোয়ার হোসেন (হারিকেন), সাধারন সম্পাদক পদে হায়দার পারভেজ সুজন (ছাতা), আলহাজ্ব মিজানুর রহমান (রিক্সা) ও সালাউদ্দিন ফারুক মামুন (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মিন্টু (হাতি), সাইফুল ইসলাম (প্রজাপতি), মোঃ আবুল কালাম আজাদ (কাপ পিরিজ), সাংগঠনিক সম্পাদক পদে আলী নেওয়াজ রোমান (মই), আবু হেনা বাবলু (মাছ), শহীদ উল্লাহ টেবিল), কোষাধ্যক্ষ পদে আহসান উল্লাহ কাশাঁরী (কলস), হাসান মাহমুদ (সিলিং ফ্যান), নূরে আলম রিন্টু (উড়ো জাহাজ), দপ্তর সম্পাদক পদে জামাল মজুমদার (হরিন), আবুল কাসেম মুন্সী (তালা চাবি), প্রচার সম্পাদক পদে মোঃ ইমামূল হাসান হেলাল (টেলিভিশন), জসিম উদ্দিন (আম), হারুনুর রশিদ (বক), ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ শাহাব উদ্দিন বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মুন্সী (মোটর সাইকেল), মোহাম্মদ হোসেন (আলমিরা), শিল্প বিষয়ক সম্পাদক পদে ইমরান হোসেন (হাত পাখা), মাসুদ হোসেন (ঘড়ি), মুসলিম খাঁন (বাস)।

১নং ওয়ার্ডের কমিশনার পদে প্রার্থী মনির হোসেন (মোরগ), তার মোহাম্মদ (বৈদ্যুতিক বাল্ব), আবু নোমান রিয়াদ( ডাব), আবু সাঈদ ভূইয়া (মোবাইল), ২নং ওয়ার্ডে মনিরুজ্জামান মজুমদার (বৈদ্যুতিক বাল্ব), এস এম ইব্রাহীম পাটওয়ারী (মোরগ), রফিকুল ইসলাম (মোবাইল), ৩নং ওয়ার্ডে মো. অলী উল্যাহ (হাত ঘড়ি), মিরণ মিয়া (জগ), আমির হোসেন (বৈদ্যুতিক বাল্ব), জিসান আহম্মেদ সিদ্দিকী (মোবাইল), খন্দকার হারুন অর রশিদ (মোরগ), ৪নং ওয়ার্ডে মেন্দু মিয়া (মোবাইল), কবির হোসেন ভূইয়া (বৈদ্যুতিক বাল্ব), আলহাজ্ব কবির হোসেন (মোরগ), ৫নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান (ডাব), মোঃ মোশারফ হোসেন লিটন (মোবাইল), হাবিবুর রহমান মোহন (মোরগ), খোরশেদ আলম (বৈদ্যুতিক বাল্ব), ৬নং ওয়ার্ডে তাপস সাহা (বৈদ্যুতিক বাল্ব), মাহবুব আলম পাটওয়ারী (বালতি), মো. হেলাল উদ্দিন (মোরগ), হান্নান মুন্সি (মোবাইল)। ৭নং ওয়ার্ডে মো. মাসুদ মজুমদার (হাত ঘড়ি), মনির হোসেন (মোবাইল), দয়াল রঞ্জন চক্রবর্তী (ডাব), শাহাদাত হোসেন (জগ), মানিক মজুমদার (মোরাগ), গৌতম চন্দ্র দে (বৈদ্যুতিক বাল্ব), বাহালুল আলম খোকন (বট গাছ)।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

আপনার মন্তব্য লিখুন…

Share