চলতি বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে ৮ লাখ মে.টন ধান ও সাড়ে ১১ লাখ মে.টন চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার ২৬ এপ্রিল থেকে সারাদেশে একসাথে এ কার্যক্রম শুরু হবে।
নওগাঁর জেলা প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও পুলিশ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে বুধবার ২২ এপ্রিল জানান খাদ্য মন্ত্রী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে মন্ত্রী বলেন,‘ কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ধান কেনা হবে। কোনও জায়গায় যেন কৃষকদের হয়রানি করা হয় না সেদিকে লক্ষ্য রাখতে বলেন মন্ত্রী।
এ সময় কোভিডের মতো দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগকে ধন্যবাদ জানান তিনি ।
পরে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে স্বাস্থ্য বিভাগের কাছে কোভিড টেস্টিং কিটসহ বিভিন্ন দফতরের মাঝে পিপিই,মাস্ক ও থার্মাল স্ক্যানার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ , ২৬ এপ্রিল ২০২০
এজি