জাতীয়

আজ রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন।

রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান।

তিনি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার ১৪দিন পর টুঙ্গিপাড়া সফর করবেন।

আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। ২৬ এপ্রিল তাঁর টুঙ্গাপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্যগত কারণে এ সফরসূচি স্থগিত করা হয়।

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি দুপুর ১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন এবং দুপুর ১টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন তিনি। সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

দুপুর ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন এবং সেখানে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নিবেন। দুপুর ২টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দিবেন।

Share