শীর্ষ সংবাদ

আজ রাতের যেকোন সময় কামারুজ্জামানের ফাঁসি

‎Saturday, ‎April ‎11, ‎2015  09:16:20 PM

চাঁদপুর টাইমস ডট কম :

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের ফাঁসি যে কোনো সময়ে কার্যকর করা হতে পারে। ইতোমধ্যে ফাঁসির রায় কার্যকরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

তবে, কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, আজ রাত সাড়ে ১০টার দিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হতে পারে।

জানা গেছে, ফাঁসির পর কামারুজ্জামানের মরদেহ তার গ্রামের শেরপুরে দাফন করা হবে।

রায় কার্যকর করতে এরইমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করতে শুরু করেছেন।

শনিবার রাত পৌনে আটটার দিকে সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পুলিশ কমিশনারের প্রতিনিধি কারাগারে প্রবেশ করেন।

এর আগে, সন্ধ্যা ৭টায় ডিআইজি প্রিজন গোলাম হায়দার, আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন এবং অতিরিক্ত আইজি কর্নেল কবির কারাগারে প্রবেশ করেন।

এদিকে, রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে পুরো কারাফটক জুড়ে ২২ প্লাটুনের মতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়াও রায়কে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।

এর আগে, বিকেলে পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান। তাদের দেখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮নং কনডেম সেলে। সোয়া এক ঘণ্টা পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করেন।

এর আগে, বিকেলে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার নির্বাহী আদেশ কারাগারে পৌঁছায়। এর কিছুক্ষণ পর সে আদেশও তাকে পড়ে শোনানো হয়।

এদিকে তার গ্রামের বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

Share