বাংলাদেশ ক্রিকেট দলে সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান তামিম ইকবাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারছেন না বলে জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে।
এই নিয়ে টানা সাতটি ম্যাচে টসে হারল বাংলাদেশ।
তামিম ইকবালের অসুস্থতা সম্পর্কে বিশদ কিছু জানান নি দলের অধিনায়ক।
অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলার কাজটা আগেই কঠিন ছিল, কিন্তু তা এখন আরও কঠিন হয়ে পড়েছে তাসকিন আহমেদ আর আরাফাত সানি বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ার পর।
তাদের জায়গায় খেলতে আসা শুভাগত হোম এবং শাকলাইন সজীব মাত্র ২৪ ঘন্টা আগে ঢাকা থেকে এসে দলে যোগ দিয়েছেন।
বোলার মুস্তাফিজুর রহমান অসুস্থতা স্বত্ত্বেও আজ খেলতে নামছেন। তিনি কতটা ফিট সেটা নিয়েও সংশয় রয়ে গেছে।
নিউজ ডেস্ক: আপডেট ০৮:২৯ পিএম, ২১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur