আজ ২১ জুলাই বৃহস্পতিবার মাইসা গোলাম মুসফার ৮ম শুভ জন্মদিন। এমনই একদিনে চাঁদপুর সদর উপজেলা হামানকর্দিতে জন্ম নিয়ে সে পৃথিবীর আলোর মুখ দেখে।
‘তুমি যখন এসেছিলে ভবে
কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে
এমন জীবন তুমি করিবে গঠন
মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভূবন’
তুমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জল করবে এমনটাই প্রত্যাশা ।
সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলো, তুমি অনেক বড় হও। আজকের এ শুভ জন্মদিনে,
মুসফার বাবা সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তফা, মা গৃহিনী কামরুন্নাহার মুন্নি।
অনেক অনেক শুভ কামনায় বাবা, মা, খালামনি লাবনী,দাদা দাদু নানা, নানীসহ সকল আত্মীয় স্বজন ।
বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ এএম, ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur