Home / সারাদেশ / আজ ‘মহাসেনের’ ভয়াল ১৬ মে
আজ 'মহাসেনের' ভয়াল ১৬ মে

আজ ‘মহাসেনের’ ভয়াল ১৬ মে

‎Saturday, ‎16 ‎May, ‎2015  12:41:29 AM

চাঁদপুর টাইমস ডট কম:

আজ সেই ভয়াল ১৬ মে। এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানে সমুদ্র উপকূলীয় জনপদে। ভয়াল রূপ নিয়ে দু’দফায় প্রায় তিন ঘণ্টাব্যাপী সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল।

ফসলী জমির ধানসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়। উপড়ে যায় হাজার হাজার গাছপালা। ধসে পড়ে অসংখ্য কাঁচাঘর আর উড়ে যায় বাড়ির চালা। বিধস্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় উপাসনালয়।

মহাসেনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। সামুদ্রিক জলচ্ছ্বাসে ধ্বংস হয়ে যায় বেঁড়িবাধ।

গেল ২০১৩ সালের এদিনে (১৬ মে) প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে কলাপাড়া, কুয়াকাটা, আমতলী, তালতলী ও রাঙ্গাবালীসহ উপকূলীয় জনপদ বিধ্বস্ত হয়। এ তাণ্ডবের দুবছর পেরিয়ে বিধ্বস্ত এ জনপদের মানুষ ঘুরে দাঁড়াতে পারলেও এখনও সংস্কার করা হয়নি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিধ্বস্ত সেই ভবনে ক্লাস করছে।

 

চাঁদপুর টাইমস /ডিএইচ/২০১৫