Friday, May 22, 2015 02:24:44 PM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকালে র্যালি অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে এ র্যালির আয়োজন করা হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে র্যালিটি ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। র্যালিতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য র্যালি উদযাপন কমিটির আহ্বায়ক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur