আজ বাংলাদেশ-ভারত ম্যাচে চমক দেখাবেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর। বুধবারের বাংলোদেশ-ভারত ম্যাচের ধারাভাষ্য করবেন কিং খান।

চমকে দেবার মতো এই সংবাদটি জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

ভারত-বাংলাদেশ ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে বেঙ্গালুরুর এম চিন্নাম্বামী স্টেডিয়ামে।

ভারতের মিডিয়াগুলো জানিয়েছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার পেসার শোয়েব আকতারের সঙ্গে ধারাভাষ্য কক্ষে যোগ দিবেন শাহরুখ খান, তবে তা শুধুমাত্র ম্যাচের প্রথম ৩০ মিনিটের জন্য।

তবে চলতি টি২০ বিশ্বকাপে কিং খানকে ভারত-পাকিস্তান ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে দেখা যায়নি। তাই প্রথেমেই তিনি এ বিষয়ের জন্য অনুশোচনা ব্যক্ত করেছেন। ওই ম্যাচটিতে সাক্ষী হতে এসেছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং আফতাব শিবদাসানি।

বর্তমানে শাহরুখ খান তার পরবর্তী সিনেমা রইসের শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া। এ ছাড়াও এই সিনেমায় নওয়াজ উদ্দিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।

||আপডেট: ০৪:৪২ অপরাহ্ন, ২৩ মার্চ ২০১৬, বুধবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share