চাঁদপুর

আজ বই উৎসব : চাঁদপুরে প্রায় ৩৯ লাখ বই বরাদ্দ

আজ ১ জানুয়ারি দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুরের প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাগুলো একযোগে পালন করা হবে বই উৎসব। শুক্রবার বছরের প্রথম দিন সাপ্তাহিক ছুটি দিন হলেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হবে।

চাঁদপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা খালি হাতে বিদ্যালয়ে এসে বিনামূল্যের নতুন চকচকে বই নিয়ে আনন্দে মাতে বাড়ি ফিরবে।

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা-অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৭শ’ ৩৩। এর মধ্যে মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল , এএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত ২২ লাখ ৭৪ হাজার ৫শ’ ৫৭ নতুন বইয়ের মধ্যে প্রাপ্তি সংখ্যা শতভাগ। আর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত ১৫ লাখ ৮২ হাজার ১শ ৬৪ নতুন বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তির সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৩শ’ ১৩ যা শতকরা ৭৬ ভাগ।

চাঁদপুর জেলা প্রথমিক শিক্ষা অফিসের সূত্রে চাঁদপুর সদর উপজেলার বরাদ্ধকৃত ৩লাখ ৮শ’ ৮৮ নতুন বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত বইয়েরসংখ্যা ২লখ ১৭ হাজার ২৪।

কচুয়া উপজেলায় বরাদ্ধকৃত ২লাখ ৪৫হাজার ৪শ ৭১ বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ১লাখ ৯৬হাজার ৬শ’ ২৩

হাজীগঞ্জ উপজেলায় বরাদ্ধকৃত ২লাখ ৭৬ হাজার ৩৯ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ১লাখ ৫৫ হাজার ৮শ’ ২৮

হাইমচর উপজেলায় বরাদ্ধকৃত ৭৩ হাজার ৩শ ৪৪ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ৭৩ হাজার ৩শ ৪৪

শাহারাস্তি উপজেলায় বরাদ্ধকৃত ১লাখ ৬০ হাজার ২শ ৬০ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ১লাখ ২১ হাজার ৮শ’ ৬০

ফরিদগঞ্জ উপজেলায় বরাদ্ধকৃত ২লাখ ৫২হাজার ৯শ’ ২৪ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ১লাখ ৫১ হাজার ৫শ’ ৪৪, মতলব দক্ষিণ উপজেলায় বরাদ্ধকৃত ১লাখ ২৫ হাজার ৩শ’ ৬৭ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ৯৩ হাজার ৬শ’, মতলব উত্তরে বরাদ্ধকৃত ২লাখ ১৫ হাজার ৬৬০ বইয়ের মধ্যে পর্যন্ত প্রাপ্ত সংখ্যা ১লাখ ৬৩ হাজার ৬শ’৬৫।

পাপ্ত তথ্যে আরো জানা যায়, জেলা মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সর্বমোট বরাদ্ধকৃত ২৯ লাখ ৬৬ হাজার ৬৪ নতুন বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তির হার শতভাগ।

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫লাখ ৪১হাজার ১শ’ ৫৫, হাজীগঞ্জ উপজেলায় ৪লাখ ২০ হাজার ৯শ’ ৫০, কচুয়ায় উপজেলায় ৪লাখ ৫৩ হাজার৮শ’২০, শাহারাস্তি উপজেলায় ২লাখ ৮৩ হাজার ৯শ’ ১৫, মতলদ দক্ষিণে ২লাখ ৭৫ হাজার ৬শ’ মতলব উত্তরে ৪লাখ ৬৫ হাজার ৫শ, হাইমচরে ১লাখ ২১ হাজার ৩শ ৮৫।

দাখিল শিক্ষার্থীদের জন্য সর্বমোট বরাদ্ধকৃত ৮ লাখ ৭৪হাজার ৫শ’ ৭৫ বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তির হার শতভাগ। এর মধ্যে চাঁদপুর সদরে ১লাখ ৩২ হাজার ৬শ ৭৩, হাজিগঞ্জে ১লাখ ২২হাজার ৯শ, কচুয়ায় ১লাখ ৭০ হাজার ৫শ’ ৮৮, শাহারাস্তিতে ৭৬হাজার ৩শ’ ৫০, মতলব দক্ষিণে ৭৯ হাজার ৫শ’ মতবৈ উত্তরে ৪৫হাজার ৯শ’, ফরিদগঞ্জে ২লাখ ৩হাজার ৫শ’ ৮৬, হাইমচরে ২৪হাজার।

জেলা এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য সর্বমোট বরাদ্ধকৃত ৪লাখ ৮হাজার ৭৬ নতুন বইয়ের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তির হার শতভাগ। এর মধ্যে চাঁদপুর সদরে ৬৬হাজার ৬শ’ ৮০, হাজিগঞ্জে ৫৫হাজার ৮শ’ ২, কচুয়ায় ৭২ হাজার ৫শ’ ২৪, শাহরাস্তিতে ৪২হাজার ১শ’ ২০, মতলব দক্ষিণে ৩৩হাজার ৬শ, মতলব উত্তরে ২৩ হাজার ৪শ, ফরিদগঞ্জে ৯১হাজার ৬শ’, ২৩ হাজার ১শ৭২।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক ।। আপডেট : ০২:২৬ এএম, ০১ জানুয়ারি ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share