Home / জাতীয় / আজ পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি
বাংলাদেশের
ফাইল ছবি

আজ পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে আজ সোমবার পদ্মা সেতু এলাকায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি পদ্মা সেতু পরিদর্শন শেষে পদ্মাপাড়ে সেতু প্রকল্পের (সার্ভিন এরিয়ায়) এসএ-২ এরিয়ায় সার্কিট হাউজে সেতু প্রকল্পের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হবেন।

রাষ্ট্রপতির পদ্মা সেতু পরিদর্শনের বিষয়টি বঙ্গভবন প্রেস উইং সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছে।

সেতুর কাজ পরিদর্শনের পরে ওইদিন জাজিরা প্রান্তে একটি রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল মঙ্গলবার ঢাকায় ফিরবেন।

রাষ্ট্রপতির আগমনে শরীয়তপুরের জাজিরা পদ্মাপাড়ের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির আগমনে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪৫০এ.এম ২এপ্রিল,২০১৮সোমবার
এ.এস