চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন (নৌকা) ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রধান (ধানের শীষ) সাথে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
১২টি গ্রাম, ৯টি ওয়ার্ডে ৯ কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপুুর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে, ১নং ওয়ার্ডে বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডে কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট, ৬নং ওয়ার্ডে কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং ওয়ার্ডে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
জানা গেছে, কচুয়া পৌরসভাটি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ১১.২১ বর্গ কিলোমিটার আয়তনে কচুয়া পৌরসভাটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণি পদমর্যাদায় উন্নিত হয়েছে। এতে মোট ভোটারের সংখ্যা ১৫ হাজার ৬’শ ৫৫ জন। তন্মধ্যে, পুরুষ ৭ হাজার ৯’শ ৩৪ জন ও মহিলা ৭ হাজার ৭’শ ২১ জন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনে পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সব মিলিয়ে আজ পৌর নির্বাচনে কে হবেন পৌর পিতা এদিকেই তাকিয়ে আছে পুরো এলাকাবাসী।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৫:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর