আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে চাঁদপুরে মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার (রজতজয়ন্তী উৎসব)। সে লক্ষ্যে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিজয় মেলা মাঠে চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধ আব্দুল হামিদ মাস্টার।
তিনি বক্তব্যে বলেন, ‘আজকে যে উন্মুক্তভাবে আলোচনা করা হয়েছে এতে করে সকলের মন থেকে রাগ-অভিমান দূর হয়ে গেছে। আমরা চাই, স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা যেনো উদযাপন হয়ে থাকে। ১৯৯২ সাল থেকে অনুষ্ঠিত এ বিজয় মেলা গৌরবের ২৫ বছরে পা রেখেছে। এ বছর বিজয় মেলার মাঠ অনেক সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাঝে মেলা উদযাপিত হলে কারো মধ্যেই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না।’
মহাসচবি শহীদ পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, অ্যাড. দেবাশিষ কর মধু, তপন সরকার, হারুন অর রশীদ, ইয়াহিয়া কিরণ, বিএম হান্নান, সোহেল রুশদী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, গিয়াসউদ্দিন মিলন, শরীফ চৌধুরী, রহিম বাদশা, ফেরদৌস মোর্শেদ জুয়েল, মানিক পোদ্দার, রফিকুল ইসলাম বাবু, কে এম মাসুদ প্রমুখ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম