আজ ২ অক্টোবর রোববার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য।’
জাতীয় উৎপাদনশীলতা দিবসটি পালন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার ( ২ অক্টোবর ) সকাল ৮ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে একটি শোভাযাত্রা বের করা হবে।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেবেন।
সকাল ১০ টায় ঢাকাস্থ এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও ) এ সেমিনার আয়োজন করবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ০২ অক্টোবর ২০১৬, রোববার
এজি/ডিএইচ