Home / চাঁদপুর / আজ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ইউপি নির্বাচন

আজ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ইউপি নির্বাচন

দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ২শ’ ৬৮ এবং কেন্দ্র সংখ্যা ১শ’ ৭৬

চাঁদপুর সদরে ১শ’ ১৮ কেন্দ্র ১ লাখ ৭৬ হাজার ৮শ’ ৪৬ জন এবং হাইমচরে ৫৮ কেন্দ্র ৮০ হাজার ৪শ’ ২২ জন

আজ দ্বিতীয় দফায় চাঁদপুরের ১৮ ইউনিয়নে একযোগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১২এবং হাইমচর উপজেলায় ৬ ইউনিয়ন।

চাঁদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায় এই ইউনিয়ন দুটিতে সর্বমোট ভোটর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ২শ’ ৬৮ জন। এবং কেন্দ্র সংখ্যা ১শ’ ৭৬।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ১ লাখ ৭৬ হাজার ৮শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৬শ’ ৬৩ এবং মহিলা ভোটার ৮৫ হাজার ১শ’ ৮৩ জন। এই ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ১শ’ ১৮টি।

অপরদিকে হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে মোট ভোটর ৭৭ হাজার ৪ শ’ ২২। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৯শ’ ৮৫জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ৪শ’ ৬৭জন। এই ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ৫৮টি।

১নং বিষ্ণুপুর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২শ’ ৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৭০ ও মহিলা ভোটার ১০ হাজার ৮শ’ ৩৭।

২নং আশিকাটি ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ২শ’ ২৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২শ’ ৫৬ ও মহিলা ভোটার ৮ হাজার ৯শ’ ৭৩।

৩নং কল্যাণপুর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ২শ’ ২৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৪৯ ও মহিলা ভোটার ৫ হাজার ৫শ’ ৭৭ জন।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯শ’ ৫৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ’ ৪৮ ও মহিলা ভোটার ৯ হাজার ৩শ’ ৭ জন।

৫নং রামপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮শ’ ৯৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ’ ৩৪ ও মহিলা ভোটার ৮ হাজার ২শ’ ৬০ জন।

৬নং মৈশাদী ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৫শ’ ৭৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯শ’ ১৬ ও মহিলা ভোটার ৫ হাজার ৬শ’ ৬২ জন।

৭নং তরপুরচন্ডী ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ১শ’ ৩৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬শ’ ৪১ ও মহিলা ভোটার ৪ হাজার ৪শ’ ৯৬ জন।

৮নং বাগাদী ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৬শ’ ২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ’ ৭৯ ও মহিলা ভোটার ১০ হাজার ৭শ’ ২৩ জন।

১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৮শ’ ৫২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২শ’ ৯৯ ও মহিলা ভোটার ৩ হাজার ৫শ’ ৫৩ জন।

১২নং চান্দ্রা ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ১শ’ ৪২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ’ ৯৫ ও মহিলা ভোটার ৯ হাজার ৯শ’ ৪৭ জন।

১৩নং হানারচর ইউনিয়নে মোট ভোটার ৫ হাজার ৯শ’ ৭৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩শ’ ৭ ও মহিলা ভোটার ২ হাজার ৬শ’ ৭২ জন।

১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৪৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮শ’ ৬৯ ও মহিলা ভোটার ৫ হাজার ১শ’ ৭৬ জন।

চাঁদপুর সদরের সবচে’ কম ভোটার (৫,৯৭৯) ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এবং সবচে’ বেশি ভোটার (২২,৬০২) ৮নং বাগাদী ইউনিয়নে।

এদিকে হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ৮০ হাজার ৪শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৯শ’ ৮৫ এবং মহিলা ভোটার ৪০ হাজার ৬শ’ ৩৭ জন। হাইমচর ১নং গাজীপুর ইউনিয়নে মোট ভোটার ২ হাজার ১শ’ ৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১শ’ ২২ ও মহিলা ভোটার ৯শ’ ৮৬ জন।

২নং আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৮শ’ ৫৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯শ’ ২২ ও মহিলা ভোটার ১০ হাজার ৯শ’ ৩৬ জন।

৩নং আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৭শ’ ৮৩ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২শ’ ৪০ ও মহিলা ভোটার ১১ হাজার ৫শ’ ৪৩ জন।

৪নং নীলকমল ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৫৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৭শ’ ও মহিলা ভোটার ৫ হাজার ৩শ’ ৫৯ জন।

৫নং হাইমচর ইউনিয়নে মোট ভোটার ৫ হাজার ৩শ’ ৬৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮শ’ ৩ ও মহিলা ভোটার ২ হাজার ৫শ’ ৬২ জন।

৬নং চরভৈরবী ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ২শ’ ৪৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১শ’ ৯৮ ও মহিলা ভোটার ৯ হাজার ৫১ জন।

হাইমচর উপজেলার সবচে’ কম ভোটার (২,১০৮) গাজীপুর ইউনিয়নে এবং সর্বোচ্চ ভোটার (২৩,৭৮৩) হচ্ছে আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নে।

]আশিক বিন রহিম[nbsp;

||আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

চাঁদপুর টাইমস /এমআরআর