আজ শুক্রবার রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশের পদ্মা জোনের পিকনিক ও চাঁদপুর রোটারী ক্লাবের ৪৩তম অভিষেক অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠেয় পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী জেলা-৩২৮২ এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এমপিএইচএফ, বি, পিএইচএস।
অনুষ্ঠানে রোটারী গভর্নরের সহধর্মিণী ও ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডী ফারজানা হক রূপসাসহ চাঁদপুর, কুমিল্লা, ফেনী, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের রোটারিয়ানরা উপস্থিত থাকবেন।
আজ সকাল সাড়ে ৯টায় চাঁদপুর রোটারী ভবনে রেজিস্ট্রেশন পর্ব শেষে রোটারিয়ান ও অতিথিদের নিয়ে চাঁদপুরের ত্রিনদীর মোহনায় নৌ-ভ্রমণ করা হবে। বেলা সাড়ে ১১টায় পুরাণবাজার ডিগ্রি কলেজে রোটারী লেট ও রোটারী এ্যানদের জন্য নানা খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় কলেজ মিলনায়তনে ক্লাবের ৪৩তম অভিষেক অনুষ্ঠিত হবে।
এছাড়া শীতকালীন পিঠাপর্ব ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে।
রোটারী জেলা লেফ্টেনেন্ট গভর্নর ও অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত, এসিস্টেন্ট গভর্নর ও অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান তমাল কুমার ঘোষ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী ও সচিব রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ