Home / চাঁদপুর / আজ চাঁদপুরে আসছেন রোটারী গভর্নর
রোটারী গভর্নর

আজ চাঁদপুরে আসছেন রোটারী গভর্নর

রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর গভর্নর (২০১৬-১৭) রোটাঃ শহীদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার চাঁদপুর শহরের দুটি রোটারী ক্লাবের অফিসিয়াল ভিজিটে অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটাবেন।

তিনি সকালে চাঁদপুর রোটারী ক্লাবে ও সন্ধ্যায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবে আসবেন। এ দুটি ক্লাবে ভিজিট শেষে তিনি পৃথক ক্লাব অ্যাসেম্বলীতে রোটারীর আদর্শ, উদ্দেশ্য, বর্তমান বছরের আরআই থিম ‘রোটারী সার্ভিং হিউম্যানিটি’র আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, রোটাঃ শহীদ আহমেদ চৌধুরী সিলেটের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মনোজ্জীর আলী চৌধুরী ও মাতার নাম বেগম রেজিয়া চৌধুরী। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। রোটাঃ শহীদ আহমেদ ১৯৮৮ সালে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর মাধ্যমে রোটারী অঙ্গনে পা রাখেন এবং ১৯৯৯-২০০০ সালে উক্ত ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রেসবিজ্ঞপ্তি ।। আপডটে, বাংলাদশে সময় ১১: ৫৯ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ

Leave a Reply