বাঁচা মরার ম্যাচে আজ মুম্বাইয়ের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। আজকের খেলাটি দুইদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। কারণ মুম্বাইয়ের অবস্থান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আর ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু দুইদলের পয়েন্ট সমান।
এমন পরিস্থিতিতে একে অপরকে ছাড়িয়ে যেতে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দুদল। যে দল পরাজয় বরণ করবে, প্লে অফে খেলার সমীকরণটা তাদের জন্যই কঠিন হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলাটি।
হার দিয়ে এবারের আইপিএল শুরু করেছে মুম্বাই। তবে শেষ দিকে এসে জয়ের ধারায় ফিরেছে দলটি। অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দারুণ উজ্জীবিত আজিঙ্কা রাহানের রাজস্থান।
মুম্বাইয়ের হয়ে প্রথম ৬ ম্যাচেই মাঠে নামেন মোস্তাফিজ। পরে আর খেলা হয়ে ওঠেনি মোস্তাফিজুর রহমানের। সুযোগ পান বেন কাটিংয়। তাই আজকের ম্যাচেও অনিশ্চিত দ্য ফিজ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur