Friday, 22 May, 2015 06:46:32 PM
মামুন আর রশিদ:
এই পৃথিবীতে কোন কিছু অমর(আজীবন) না হলেও মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য ‘আজীবন ইন্টারনেট’ নামের ইন্টারনেট প্যাক চালু করেছে।
এতে ২৫ টাকায় ২৫ মেগাবাইট এবং ৪০ টাকায় ৪০ মেগাবাইট ইন্টারনেট অফার নিলে তার মেয়াদ আজীবন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।
এয়ারটেল জানিয়েছে, মেয়াদের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিতে তারা এই অফারটি চালু করেছে। যাঁরা স্বল্প সময় ইন্টারনেট ব্যবহার করেন এবং মেয়াদের বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন তাঁদের জন্য এই ডেটা প্যাক সুবিধা জনক হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur