চাঁদপুরের হাজীগঞ্জে মাইকে ফজর নামাজের আজান দেওয়া অবস্থা মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়েছে প্রতিপক্ষরা। মুয়াজ্জিনের ডাক চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনাটি রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দেশগাঁও বায়তুল নুর জামে মসজিদের মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদুর সাথে ঘটেছে।
প্রতিদিন বিশেষকরে ফজরের আজানের আগে পরে মসজিদের মাইকে গজল গাওয়া মোস্তাফিজুর রহমান মিঠু নামে পাশ্ববর্তী বাসিন্দা ঘুমের ডিস্টার্ব হওয়ায় তিনি মুয়াজ্জিনের উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
বর্তমানে মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু ৯ টি কুপের আঘাত নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। খবর শনে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
দেশগাঁও বায়তুল নূর জামে মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া বণেন, স্থানীয় মোস্তাফিজুর রহমান মিঠু গত কয়েকদিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালাগাল ও হুমকি দিয়ে আসছিল। স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদে মাইকিং করায় তিনি ক্ষিপ্ত হন। তাছাড়া মসজিদে আজানের আগে গজল গাওয়া তাদের তার নাকি ঘুমের ক্ষতি হয় সে কারনে তিনি ইতিপূর্বে হুমকি দিয়েছেন।
মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম বলেন, ‘শনিবার রাতে বাবাকে গালাগাল ও হুমকি দেয় মিঠু। তখন তার সঙ্গে কথা কাটাকাটি হয়। ভোরে বাবা আজান দেওয়া অবস্থায় হামলা করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাবাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, ‘বড় ভাই মিঠু এই ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনিও। তবে তার ভাই মিঠু সকাল থেকে পালাতক রয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত স্বজনের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৭ সেপ্টেম্বর ২০২৩