আজম খানের তত্বাবধানে জেলা ছাত্রদলের একাংশের দোয়া ও ইফতার

চাঁদপুর জেলা ছাত্রদলের একাংশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৫ মার্চ) শহীদ মিনার সংলগ্ন এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের সভাপতি এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমতিয়াজ হাসান ইমন।

অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম রানা। আরো উপস্থিত ছিলেন ,সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক সুকুমার রায়, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক,হাফিজুর রহমান রকি, মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রনেতা আলামিন, পারভেজ, ইমাম হোসেন বাবু । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে নূরানী জামে মসজিদের হাফেজ মাওলানা কামরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বৈদেশিক উপ কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির উপদেষ্টা আজম খান। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

স্টাফ করেসপন্ডেট, ১৫ মার্চ ২০২৫

Share