Home / চাঁদপুর / আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত চাঁদপুর প্রশাসনের গণবিজ্ঞপ্তি
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত চাঁদপুর প্রশাসনের গণবিজ্ঞপ্তি
প্রতীকী ছবি

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত চাঁদপুর প্রশাসনের গণবিজ্ঞপ্তি

চাঁদপুর জেলার সকল বৈধ লাইসেন্সধারীদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে ২০১৭ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ১ ডিসেম্বর ২০১৬ হতে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত নবায়ন করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।

স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ আগস্ট ২০১৬ জারিকৃত পরিপত্র অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান,নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ৩০ অনুচ্ছেদ মোতাবেক লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি নির্ধারণ করা আছে।

লাইসেন্সধারীগণকে তাদের লাইসেন্স নবায়নের জন্য সরকার নির্ধারিত ফি ও ১৫ % ভ্যাট নির্ধারিত কোডে সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক চালানের মূলকপি, লাইসেন্স ও অস্ত্র গেলাবারুদসহ নির্ধারিত তারিখে অফিস চলাকালীন সময়ে নবায়নের লক্ষ্যে উপস্থিত হওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সবুর মন্ডল অনুরোধ জানিয়েছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply