Home / সারাদেশ / ঢাকায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন
advancer .

ঢাকায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের রোববার ২৭ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান,রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সদর দপ্তর থেকে আরও দু’টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ বেলা সাড়ে ১১ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রোববার ২৭ মার্চ দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো.শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি,পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকা-বরিশাল রুটের এ লঞ্চটিতে আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

২৭ মার্চ ২০২২,
এজি