মতলব দক্ষিণ

আগুনে পুড়ে ছাই রেজাউলের স্বপ্ন

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়লো ব্যবসায়ী রেজাউল করিমের স্বপ্ন। জমি বিক্রি ও ঋণ নিয়ে গড়ে তোলা মুদি দোকানটি ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টায় আগুনে পুড়ে ভষ্মীভুত হয়ে যায়।

জানা যায়, মতলব পৌরসভার টিএন্ডটি রোডে লোকমান হোসেনের পাঁচ তলা ভবনের নিচতলায় দুটি দোকানের একটি ভাড়া নেয় মতলব উত্তর উপজেলার উত্তর গাজীপুর গ্রামের জামাল বেপারীর ছেলে রেজাউল করিম। দোকান সাজাতে নিজের ক্রয়কৃত সম্পত্তি বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেন মুদি, মোবাইল ও স্টেশনারীর ব্যবসা। কিন্তু বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দোকানের সকল মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে।

রেজাউল করিম বলেন, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১০টায় আমি দোকান বন্ধ করে মতলবের বাসায় চলে যাই। আগুন লাগার খবরটি ওই বাসার ভাাড়টিয়া সোহেল আহম্মেদ মোবাইলে জানালে আমি ছুটে এসে দেখি সব শেষ। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

মাহ্ফুজ মল্লিক

Share