Home / চাঁদপুর / ‘আগামী ৫ অক্টোবর রোডমার্চ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো’
রোডমার্চ

‘আগামী ৫ অক্টোবর রোডমার্চ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোর্ড মার্চ সফল করার লক্ষে চাঁদপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

তিনি বক্তব্যে বলেন, আমারা চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ সফল করতে আজকে এ প্রস্তুতি সভায় মিলিত হয়েছি।চাঁদপুর জেলা বিএনপি একটি সু সংগঠিত সংগঠন। তাই চাঁদপুর বিএনপি ও সহযোগী সংগঠনের কাছে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। আমরা চাইবো এই কর্মসূচিতে চাঁদপুরের অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রোডমার্চে যাবার পথে আমাদের নেতা কর্মীরা অসুস্থ্য হলে তাৎক্ষনিক চিকিৎসা সেবা দিতে হবে। সে জন্য ঢাকা মহানগর ড্যাবের সভাপতি ডা. সামীমের মাধ্যমে রোডমার্চে কম করে হলেও দু’টি এম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য। তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছেনা এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। হাজী সেলিমের মত চোরকেও চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেতে দেয়া হয়না।

মোস্তাক মিয়া বলেন, এই জালিম সরকার কে হঠাতে হলে আমাদের আন্দোলনের বিকল্প নেই। আমরা আগামী ৫ তারিখ রোডমার্চ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক জিয়াকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই ভোট চোর সরকার নতুন ভাবে আবার ভোট চুরির ফন্ধি-ফিকির করছে। আমরা ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের দাবী হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। ৫ অক্টোবর রোর্ড মার্চে চাঁদপুর জেলা বিএনপির সর্বোচ্চ সংখ্যক মানুষ নিয়ে অংশগ্রহণ করবেন, বলে আমরা আশা করছি।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহমুদ আহমেদ শামীম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ, মো. হুমায়ুন কবির প্রধান, ফজলুল হক সরকার হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মাঝি, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, মো. আফজাল হোসেন, তানভির হুদা, মাজহারুল ইসলাম সফিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলার বিএনপির সভাপতি নুরুল হক জিকু, ছেংগাচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, মতলব পৌর সভাপতি সোয়েব আহমেদ সরকার, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি নুরুল আলম বকাউল, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাইমচর উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আলমগীর হোসেন।

সভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ সেপ্টেম্বর ২০২৩