Friday, 17 April, 2015 04:47:07 PM
চাঁদপুর টাইমস ডট কম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আগামী ২৮ এপ্রিল হবে শেষ প্রতিরোধ। সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমেই এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে বাংলার মানুষের পরাজয় হবে। তাই ওই দিনই হবে আমাদের প্রতিরোধের শেষ দিন।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ কথা বলেন। ইলিয়াস আলী নিখোঁজের তিন বছর পূর্ণ ও সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতাদের অবিলস্বে ফেরত দেয়ার দাবিতে স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় সংসদ এ সমাবেশের আয়োজন করে।
খন্দকার মাহবুব বলেন, ‘সুযোগ এসেছে জবাব দেয়ার। এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। লগি-বৈঠার ইতিহাস দেশের মানুষ জানে। কিন্তু বিএনপি লগি-বৈঠার আন্দোলনে বিশ্বাস করে না। লাশের উপর নিত্য করে সরকার পতন করতে চাই না।’
সিটি নির্বাচন যেন ৫ জানুয়ারি মতো না হয় সেজন্য প্রতিটা পুলিং স্টেশনে সিসি ক্যামেরা বসানোর দাবি জানান তিনি।
৫ জানুয়ারি নির্বাচনের পুনরাবৃত্তি সিটি করপোরেশনে ঘটলে তার পরিণাম হবে ভয়াবহ এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বর্তমান জালিম সরকার যত মানুষকে গুম-খুন, অপহরণ ও হত্যা করেছে তার জবাব একদিন অবশ্যই দিতে হবে। গণতন্ত্রের লেবাস পরে এই সরকার সব ধরনের অগণতান্ত্রিক কাজে লিপ্ত আছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,‘বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। এর সঠিক বিচার না হলে আইনশৃংখলা বাহিনীসহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে একদিন জনগণের কাছে জবাব দিতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন, ব্যারিস্টার পারভেজ আহমেদ, আবেদ উল্লাহ প্রমুখ।
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫