‘মুজিববর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’—এ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এ বছরের জাতীয় ভোটার দিবস। আজ বুধবার সকাল ৮টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় ভোটার দিবস উদ্যাপন। নির্বাচন কমিশনের এ আয়োজন শুরু হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। পরে শোভাযাত্রাটি শেষ হয় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে।
শোভাযাত্রা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন,‘ভোটাধিকার রক্ষা করব,এটা ফাঁকা বুলি নয়। আগামি সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ে সিইসি বলেন,‘যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না,একে অন্তরে লালন ও ধারণ করতে হবে।’
শোভাযাত্রায় অংশ নেন নবনিযুক্ত অন্য কমিশনাররাও। এ আয়োজনে ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে সংস্থাটি।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
এক বছর ভোটার দিবস পালনের পরে এ তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো ‘খ’ শ্রেণিতে থাকে।
২ মার্চ ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur