আগামী বছর থেকে সপ্তাহে ৫ দিন ক্লাস : শিক্ষামন্ত্রী

সপ্তাহে পাঁচ দিন ক্লাস এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই যেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি না হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

১৫ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, বড় একটি চ্যালেঞ্জ আসছে। কাগজ সংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী মাস থেকে লোডশেডিং কমে যাবে। তবে কিছু চ্যালেঞ্জ আছে আমাদের বইগুলো ছাপানোর ক্ষেত্রে। চেষ্টা করছি আমরা সময়মতো বই দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরবর্তীতে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ আগস্ট ২০২২

Share