Home / চাঁদপুর / আগামী বছর থেকে সিসি টিভি না থাকলে পরীক্ষা কেন্দ্র বাতিল
আগামী বছর থেকে সিসি টিভি না থাকলে পরীক্ষা কেন্দ্র বাতিল

আগামী বছর থেকে সিসি টিভি না থাকলে পরীক্ষা কেন্দ্র বাতিল

এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি (বিএম) পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে হওয়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, আপানরা যে দায়িত্ব পাবেন, তা সঠিক ভাবে পালন করুন। আপনাদের যদি জ্ঞান বিতরণ করার ইচ্ছা না থাকে, তাহলে সেই জ্ঞান কোন কজে আসবে না। সবাই চেষ্টা করবেন হলরুমে সিসি টিভি স্থাপন করার জন্য। আগামী বছর যে সব কেন্দ্র সিসি টিভি স্থাপন করবে না সেই সব কেন্দ্র বাতিল করা হবে। এইবার পরিবর্তন না হলেও আগামীতে তা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন, ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর মো, মামুনুর রশিদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।

শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ৫৫ পিএম, ১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply