মতলব উত্তর

আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন : মতলবে ত্রাণমন্ত্রী

চাঁদপুর-২- আসনের সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আগের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে জ্বালাও-পোড়াও করেছিল। এবারের নির্বাচনে বিএনপিকে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না।

শনিবার (২৭ জানুয়ারী) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের মরহুম আলী মিয়া ভিলা মিলনায়তনে উপজেলার ১৯ গ্রামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যদি কোনো অরাজগতা করতে চায় তাহলে বরদাস্ত করা হবে না।
ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মাত্র ৩ হাজার ২০০ মেঘাওয়াট বিদ্যুৎ থেকে দেশে এখন ১৬ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। উন্নয়নের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। তাই প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে বিদ্যুৎ উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি ঘরে সরকার বিদ্যুৎ পৌছে দিবে। শতভাগ বিদ্যুতায়িত হলে সরকারের প্রায় ৪০ ভাগ উন্নয়ন কাজ শেষ হবে বলে আমি মনে করি।
মন্ত্রী আগামী নির্বাচনী প্রচারণা তুলে ধরে বলেন, ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা করতে পারে। সেজন্য সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। বিএনপি’কে ঈঙ্গিত করে মন্ত্রী বলেন, নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না। দেশ জাতির কল্যাণে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান মন্ত্রী।

এসময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. নূরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু,মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার, স্বর্ণপদক প্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, মতলব ইয়ং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি, আ’লীগ নেতা সাবেক স্বাস্থ্য মন্ত্রীর ছোট ছেলে আনিসুল হকও পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাবৃন্দসহ আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মতলব উত্তরে ৩২.৯৭ কি.মি. বিদ্যুৎ সুইচ টিপে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। শনিবার বেলা ১২ টায় উপজেলার মোহনপুরস্থ মন্ত্রীর নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২১ টি গ্রামের বিদ্যুতায়ন উদ্বোধন করেন। এতে ২ হাজার ৬৪৫ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share