আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পুরাণ বাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

ডা. দীপু মনি বলেন, যুবলীগের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যুবলীগ একটি শক্তিশালী ইউনিট। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগনের জানমালের নিরাপত্তায় তাদেরকে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমি আশা করি জেলা যুবলীগও সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে নতুনভাবে গঠিত হয়ে এ যুবলীগকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখবেন। এখানে আমাদের জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রয়েছেন। যিনি সাবেক ছাত্রনেতা, চাঁদপুরের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়। সেই জন্যই এ সাংগঠনিক কার্যক্রমগুলো খুব জরুরি। এখানে মতবিনিময় হবে, কোথায় কোন সমস্যা আছে, সেটা নিরূপণ হবে, সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে, সমাধান হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মো. মালেক শেখ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগ সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজু আখন্দের সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক আবু নাইম পাটওয়ারী নয়নের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, সদর উপজেলা যু্বলীগ সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, পৌর যুবলীগের সদস্য কাউন্সিলর কবির চৌধুরী, সুমনুজ্জামান, যুবলীগ নেতা নয়ন গাজী, যুবলীগ নেতা ফারুক হোসেন বেপারী, আরাফাত সর্দার, শামিম গাজী।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১৪ জুলাই ২০২৩

Share