‘আগামীর চাঁদপুর হবে উন্নয়নের মডেল-এই অঙ্গীকার নিয়েই আপনাদের কাছে এসেছি’

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ঘিরে ছিল উৎসবমুখর দিন। গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত চলা দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগে নারী-পুরুষ, তরুণ-যুবক, প্রবীণসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়ন যেন পরিণত হয় এক প্রাণবন্ত জনপদে।

শেখ ফরিদ আহমেদ মানিকের উঠান বৈঠক শুরু হয় সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলাশিয়া চিরার চর বাবুল মিজির বাড়ি থেকে। পরবর্তী সময়ে তিনি চিরারচর ছমিদ মৃধার বাড়ি, চিরারচর আমজাদ মিজির বাড়ি, মাঝেরচর ওচমান গাজীর বাড়ি এবং ঢালীকান্দি ডিকে স্কুল মাঠে একের পর এক উঠান বৈঠকে যোগ দেন। প্রতিটি স্থানে ছিল ভোটারদের ঢল, হাততালি, শ্লোগান আর আশাবাদের উচ্ছ্বাস।

উঠান বৈঠকগুলোতে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত—এসব এলাকার মানুষের সমস্যা ও স্বপ্ন আমার জানা। সুযোগ পেলে আপনাদের জীবনমান পাল্টে দেওয়ার জন্য নিরলস কাজ করবো। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা শুনছি, সমাধানের অঙ্গীকার করছি। আপনারা ধানের শীষে ভোট দিলে এই জনপদের মানুষই হবে পরিবর্তনের প্রধান শক্তি।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। বিএনপি দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আপনাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। আগামী দিনের চাঁদপুর হবে উন্নয়নের মডেল—এই অঙ্গীকার নিয়েই আপনাদের কাছে এসেছি। ধানের শীষে আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, সেই ভালোবাসার প্রতিদান উন্নয়ন আর সেবার মাধ্যমে দেব।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষে আপনারা ভোট দেবেন। ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিটি দরজায় সেবা নিয়ে পৌঁছে যাব। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহযোগিতা—যা কিছু প্রয়োজন হবে, আপনাদের পাশে দাঁড়ানোই হবে আমার দায়িত্ব। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে—বিশেষ করে মহিলাদের হাতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে। দেশের মানুষ স্বস্তি পাবে, খরচ কমবে, জীবনযাত্রা হবে সহজ।

উঠান বৈঠক ও গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। নারীরা ঘর থেকে বের হয়ে অভিবাদন জানান, তরুণরা স্লোগান তুলেন— ধানের শীষের জয় হোক, গণতন্ত্র মুক্ত হোক!

দিনব্যাপী এই উঠান বৈঠক ও গণসংযোগে এলাকার মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করে—রাজরাজেশ্বর ইউনিয়নে ধানের শীষের প্রতি সমর্থন এখন জনতার তরঙ্গে রূপ নিয়েছে।

দিনের শেষে ঢালীকান্দি ডিকে স্কুল মাঠের উঠান বৈঠকে প্রার্থীর প্রতি মানুষের সমর্থন যেন আরও একবার দৃঢ়ভাবে উচ্চারিত হয়।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা বিএনপি সদস্য মো. ছলেমান ঢালী, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওচমান গাজি, সাধারণ সম্পাদক হাসেম চোকদার, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা ছাত্রদলের স়ভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, শেখ ফরিদ আহমেদ মানিকের মতো সৎ ও কর্মীবান্ধব নেতা আমাদের এলাকার উন্নয়ন করবেন—এই বিশ্বাস থেকেই আমরা একত্রিত হয়েছি।

স্টাফ করেসপন্ডেট/
২২ নভেম্বর ২০২৫