শীর্ষ সংবাদ

আগামীতে চাঁদপুরে মোবাইল কোর্ট বহুগুণে বেড়ে যাবে

আশিক বিন রহিম :

চাঁদপুর জেলা আইন-শৃংখলা কমিটির বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মুহাম্মদ মাঞ্জুরুল করিমের পরিচালনায় পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি ড. শামসুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিএম মো. ইউসুফ, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব মাসুদা নূর খান প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘‘ইদানীংকালে একদল প্রতারক মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে সাধারণ মানুষকে নিঃশ্ব করে দিচ্ছে। আমার নাম করেও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। কেউ যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তার নাম দিয়ে চাঁদা দাবি করে তাহলে আপনারা ওই কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে বিষয় নিশ্চিত হয়ে নেবেন অথবা পুলিশকে অবগত করবেন। এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। সরকার প্রথমে ৪ টি জেলাকে মোবাইল কোর্টের আওতায় এনেছে। এখন নতুন করে আরো ১২ টি জেলাকে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। সেখানে চাঁদপুর জেলাকে ১ নাম্বার স্থানে রাখা হয়েছে। আগামীতে চাঁদপুরে মোবাইল কোর্ট বহুগুণে বেড়ে যাবে। সুশাসন নিশ্চিত করতে হলে মোবাইল কোর্টের প্রয়োজন রয়েছে। এজন্য আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি।”

তিনি আরো বলেন, “জেলা প্রশাসন কোনো অনৈতিক কাজে কাউকে সহযোগিতা করবে না। বরং অনৈতিক কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সকলের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশাসনকে সঠিক সময়ে, সঠিক জায়গায় সহযোগিতা করতে হবে। আমি আশা করছি এ জেলার মানুষ শতভাগ সেবা পাবে। সারা বাংলাদেশের ভেতরে চাঁদপুরের আইন-শৃঙ্খলা দিক ও প্রশাসনিক দিক সহ সকদিক থেকে আমরা অনেক ভালো আছি। আমরা আরো ভালো করবো, তবে সেদিকে আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জেন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, নৌ-পুলিশের এএসপি নুরুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মাসুদুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডর লে. নুরুজ্জামান শেখসহ সকল বিভাগের কর্মকর্তাগণ।

Share