আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সমাবেশে নগরবাসীকে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রহুল কবির রিজভী আহমেদ।
আজ সন্ধ্যা সোয়া সাতটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
তিনি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রিত ভাবে সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানান।
এ সময় তিনি নেতাকর্মীদের সু-শৃঙ্খলভাবে মিছিল সহ আগামীকাল ২টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে বলেন।
প্রেস বিজ্ঞপ্তি || আপডেট: ০৮:২৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur