আবহাওয়া

চাঁদপুরসহ সারাদেশে আজও ঝড়-বৃষ্টির শঙ্কা

চাঁদপুরসহ সারাদেশে অধিকাংশ এলাকায় আজ বুধবার অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের নদী বন্দরে ২ নং নৌ হুশিয়ারী সংকেত অব্যাহত রয়েছে। বুধবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ কথা জানান।

গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। বুধবার সকালে রাজধানীতে কিছু সময়ের জন্য সূর্য দেখা গেলেও সাড়ে ৭টার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় অফিসযাত্রীসহ অনেকেই ঝড়-বৃষ্টির শঙ্কা নিয়ে বের হয়। তবে ৯টা পর্যন্ত ঝড়-বৃষ্টির দেখা মিলেনি।

রাজধানীতে মঙ্গলবার সকাল সন্ধ্যা দুই দফা বজ্রঝড় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সন্ধ্যায় ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষসহ সাধারণরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে অপর এক বিজ্ঞপ্তিতে জানায়, যশোর, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টা ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টা ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া ডেস্ক
১০ এপ্রিল,২০১৯

Share