আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবুল কাশেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ৩৩৯টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় এক লাখ ৭৩ হাজার চারশত ৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে এক লাখ এক হাজার একশত ৪২ জন ছাত্র এবং ৭২ হাজার তিনশত নয়জন ছাত্রী।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ পরীক্ষা শুধু শুক্রবার সকালে ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ই মে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ১০ পি.এম ১মার্চ ২০১৮বৃহস্পতিবার।
কে .এইচ