চাঁদপুর

আগামি ২৩ নভেম্বর চাঁদপুর ক্লাবে ইলিশ মেলা

ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির চতুর্থ সভা শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল জানিয়েছেন, ‘আগামি ২৩ নভেম্বর চাঁদপুর ক্লাবে ইলিশ মেলার আয়োজন করা হবে। ইলিশ মেলার ব্যাপারে উপজেলা পরিষদগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকায় পরবর্তীতে ইলিশ মেলার আয়োজন করা হবে। এ বিষয়ে চাঁদপুর চেম্বারের প্রাক্তন সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ঢাকায় ইলিশ মেলার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

জেলা প্রশাসক বলেন, ‘ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে । সবক্ষেত্রে যাতে চাঁদপুর সারাদেশের মধ্যে ভিন্নতা পায় তার দিকে নজর দিতে হবে । সবদিক থেকে যাতে সেরা হয় । শহরকে সিটি অব হিলশা চাঁদপুর লেগো লিখে নিউ সাইন শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগাতে হবে । বিশেষ করে ইলিশ চত্ত্বর, শপথ চত্ত্বর, মোলহেড, ওয়ারল্যাস বাজার, ষোলঘর, বাবুরহাটসহ গুরুত্বপূর্ণস্থানে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিউ সাইন দিয়ে সৌন্দর্য করে তুলতে হবে। এরই মধ্যে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হতে যাচ্ছে। আগামি ৭দিনের মধ্যে চাঁদপুর পৌরসভা রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ করতে হবে । এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে সকল ধরণের সাপোর্ট করা হবে ।’

পরবর্তীতে ব্র্যান্ডিং জেলা কমিটির সভা শনিবার বিকেল ৪ টায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই এর পরিচালনায় সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, মতলব ইউএনও মফিজুল ইসলাম, কচুয়া ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এর প্রাক্তন সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ এস এম সহিদউল্যাহ, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার, গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত হোসেন, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা কমিউিনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি জি এম শাহাবুদ্দিন, জেলা রেল শ্রমিকলীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান, জেলা কালচারাল অফিসার আবু সালেহ, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৫ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share