মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা রিটার্নিং অফিসার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
২ নভেম্বর সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত এ গেজেট বিজ্ঞপ্তিটি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামি সপ্তাহের যে কোন দিন নব-নির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ এর শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।উল্লেখ, গত ২০ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলার উপ-নির্বাচন অর্থাৎ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ নৌকায় ১ লাখ ৪ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
বিএইচএম কবির আহমেদ উপজেলার পয়ালী গ্রামের এমএ ওয়াদুধ মিয়াজীর ছেলে।ওনার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুস শুককুর পাটওয়ারী ধানের শীষ ভোট পেয়েছেন ২ হাজার ৮১০ টি।৫৭ টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২ অক্টোবর ২০২০