আগামি বছর ১ লাখ ২৭ হাজার মানুষ পাবেন হজের সুযোগ

আগামি বছর বাংলাদেশের হজযাত্রীদের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম সচিব মু. আ.হামিদ জমাদ্দার। বুধবার (২ আগস্ট) সচিবালয়ে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

সৌদি সরকারের বরাতে ধর্ম সচিব জানান, ২০২৪ সনের হজে হজযাত্রী নিবন্ধন ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হবে। ২০২৪ সালের ১ মার্চ হতে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে আগামী বছরের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে হজ ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ।

ধর্ম সচিব বলেন, সৌদি সরকারের নিকট থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়া মাত্র হজ প্যাকেজ ২০২৪ ঘোষণা করা হবে।

আগামী হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

২ আগস্ট ২০২৩
এজি

Share