Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘আগামি নির্বাচন হবে নতুনদের স্টাইলে সেখানে কোন টাকাবাজের স্থান নেই’
নির্বাচন

‘আগামি নির্বাচন হবে নতুনদের স্টাইলে সেখানে কোন টাকাবাজের স্থান নেই’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পন্ন নতুনদের স্টাইলে। সেখানে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাবাজ, টাকাবাজ, মাফিয়ার যায়গা হবে না। তিনি ২৫ মার্চ মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী,, সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

এনডিসি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী আরো বলেন, আমরা সেইদিন গুটিকয়েক ছাত্র একমত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন শুরু করেছি। পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আন্দোলন সফল হয়েছে এবং আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। আমরা দেখতে পারছি স্বৈরাচার আওয়ামী লীগকে ফিরে আনতে নতুন চক্রান্ত চলছে। আমরা বলে দিতে চাই ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের দোসরদের যায়গা হবে না। যদি কোন দল গুষ্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে আমরা আপনাদেরকে সাথে দুর্বাল আন্দোলন গড়ে তুলবো। ৫ তারিখে যেভাবে জনগণ রাজপথে ছিল, ঠিক সেই ভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা হাসিনা তথা আওয়ামী লীগকে বিতাড়িত করবো। এ আন্দোলনে হাজীগঞ্জ শাহরাস্তি বাসীকে সেই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আমাদের এ আন্দোলন যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে তার আগে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

আমি আবারও বলতে চাই, বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ চিরতরে হাসিনার সাথে চলে গেছে। আগামীর বাংলাদেশের ন্যায়নীতির প্রতিষ্ঠিত হবে। দেশ থেকে স্বৈরাচার হাসিনা বিদায় হলেও তাদের দোসরা রয়ে গেছে তারা বাংলার মাটিতে আবারো হাসিনাকে আনতে চায়। তাদের শেকড় পর্যন্ত বিচারের আওতায় আনা হবে।

২৫ মার্চ মঙ্গলবার হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের ৬ তলায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: মিরাজ মিয়া, জাতীয় নাগরিক পার্টির হাজীগঞ্জে উপজেলা শাখার মো: শাহাদাত হোসাইন, বাংলাদেশ জামাতে ইসলামের হাজীগঞ্জ পৌর আমীর আবুল হাসানাত পাটওয়ারী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মো: ফয়সাল আহমদ রশিদী প্রমুখ।

২৫ মার্চ মঙ্গলবার এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মো: শামিউল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো: সাফায়েত হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রদানিয়া প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মো. সাকিব হোসাইন।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলি, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সমর্থক, এক জাক নতুন প্রজন্ম সহ হাজীগঞ্জের সুধীজন ও বিশিষ্টজন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ মার্চ ২০২৫