Home / সারাদেশ / আগামিকাল শান্তিপূর্ণভাবে হরতালের আহ্বান বাবুনগরীর
হরতাল

আগামিকাল শান্তিপূর্ণভাবে হরতালের আহ্বান বাবুনগরীর

হেফাজতে ইসলামীর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। একই সঙ্গে শনিবারের শান্তিপূর্ণ বিক্ষোভ সফল করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে তৌহিদি জনতা আয়োজিত বিক্ষোভে হামলায় নেতাকর্মী হতাহতের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শনিবার এক বিবৃতিতে হেফাজতের আমির বলেন, শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম, যাত্রাবাড়ী, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার ওপর গুলিবর্ষণ করে আনুমানিক ছয়জনকে শহীদ করা হয়েছে। গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে প্রায় চারশ’ প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে পুলিশের গুলিবর্ষণের ন্যক্কারজনক ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। কার নির্দেশে নিরীহ-নিরস্ত্র ছাত্রদের এভাবে হামলা ও শহীদ করা হলো এর জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তৌহিদি জনতার এ আন্দোলন দেশ কিংবা সরকারের বিরুদ্ধে ছিল না উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘শান্তিপূর্ণ এই আন্দোলনে তৌহিদি জনতার ওপর পুলিশের এমন বর্বরোচিত হামলা বরদাশত করা যায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মোদির আগমনের কারণেই বাংলাদেশে রক্ত ঝরেছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হেফাজতের আমির।

বার্তাকক্ষ, ২৭ মার্চ, ২০২১;