Home / জাতীয় / আগামিকাল থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া বন্ধ
Tika 2
ফাইল ছবি

আগামিকাল থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া বন্ধ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোমবার থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দ্বিতীয় ডোজ টিকাদান অব্যাহত থাকবে।

২৫ এপ্রিল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী অর্ধেকের বেশি টিকা না পাওয়ায় শেষ পর্যন্ত টিকা কর্মসূচি গুটিয়ে নিতে বাধ্য হলো বাংলাদেশ। কারণ, অন্য উৎস থেকে টিকা নেওয়ার উদ্যোগই নেয়নি সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেয়া হিসাব অনুযায়ী, করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন।পাশাপাশি এ পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন।

এছাড়া শনিবার ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

ঢাকা চীফ ব্যুরো, ২৫ এপ্রিল,২০২১;